শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরি তে এসে তিনি পোস্টের নীচে লেখেন, 'হে গাইস, আমি নিউ স্কিম কালেকশন দেখাতে চাই আপনাদের, আমি কিছু টা অবসেসড হয়ে পড়েছি এই নতুন কালেকশনের প্রতি। কিভাবে এটা এই ডিজাইন মাথায় এলো সেটা জানাতে গিয়ে কিম লেখেন,'খুব গরম লাগছিলো আমি টপ টা কে কেটে অনেক টা ছোট করে ফেলি।'