দেশের সর্বকনিষ্ঠ মেয়র ও বাম বিধায়ক, শৈশবের সম্পর্ক পেল পরিনতি

Published : Feb 16, 2022, 01:56 PM IST

এসএফআই- করার সময় বা যুগ বলাই ভালো, তখন থেকেই দুজনের বন্ধুত্ব। এক মাস পরেই বিয়ে হবে দুজনের। আর্য হলেন তিরুবনন্তপুরমের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি ত্রিবান্দ্রমের অল সেন্টস কলেজের ছাত্র ছিলেন। আর্য রাজেন্দ্রন, একজন ইলেকট্রিশিয়ান এবং LIC এজেন্ট শ্রীলতার মেয়ে।  

PREV
18
দেশের সর্বকনিষ্ঠ মেয়র ও বাম বিধায়ক, শৈশবের সম্পর্ক পেল পরিনতি

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শচীন বালুশেরি কেন্দ্র থেকে নির্বাচনে জিতেছেন। বালুচেরি এমন একটি নির্বাচনী এলাকা যেখানে বামেদের ভালো প্রভাব রয়েছে। এখানে জয় নিশ্চিত ছিল শচীন দেবের। 

28

শচীন বালুশেরি কেন্দ্র থেকে নির্বাচনে জিতেছেন সেখানে ফিল্ম তারকা ধর্মজান বলগাট্টি কংগ্রেস প্রার্থী হয়েছিলেন। সেখানকার বালুচেরির নির্বাচনের ফলাফল খুব লক্ষণীয় ছিল।

38

শচীন, গত বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এসএফআই-এর রাজ্য সম্পাদক ছিলেন। শচীনদেব কোঝিকোড়ের নেলিকোডের বাসিন্দা। 

48

এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শচীন সিপিএম কোঝিকোড় জেলা কমিটির সদস্য। তিনি কলা ও বিজ্ঞান কলেজের চেয়ারম্যান ছিলেন। একজন আইন স্নাতক। 

58

শচীন দেব যখন বালুসেরিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন আর্য রাজেন্দ্রন তারকা প্রচারক হিসেবে এসেছিলেন। টেন্ডুলকার ১৫তম বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শচীন বালুশেরি কেন্দ্র থেকে নির্বাচনে জিতেছেন। বালুচেরি এমন একটি নির্বাচনী এলাকা যেখানে বামেদের ভালো প্রভাব রয়েছে। 

68

তিরুবনন্তপুরমের মেয়র আর্য রাজেন্দ্রন এবং কোঝিকোডের বিধায়ক শচীন দেব বিধায়ক বিয়ে করছেন। বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু দুই পরিবার বিয়েতে রাজি হয়। 

78

এসএফআই- করার সময় বা যুগ বলাই ভালো, তখন থেকেই দুজনের বন্ধুত্ব। এক মাস পরেই বিয়ে হবে দুজনের। আর্য হলেন তিরুবনন্তপুরমের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি ত্রিবান্দ্রমের অল সেন্টস কলেজের ছাত্র ছিলেন। 

88

তিনি ত্রিবান্দ্রমের অল সেন্টস কলেজের ছাত্র ছিলেন। আর্য রাজেন্দ্রন, একজন ইলেকট্রিশিয়ান এবং LIC এজেন্ট শ্রীলতার মেয়ে।

click me!

Recommended Stories