এছাড়া, তাঁর দাবি, তিনি বিকিনি পরে 'মিস কসমো ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন। সেখানে তিনি দেশেরই প্রতিনিধিত্ব করেছিলেন। সেরার মুকুট জিতেছিলেন দেশের হয়েই। আর সেই জন্য তিনি গর্বিত। আর, শুধু তিনি নন, প্রিয়াঙ্কা চোপরা, মানুষি চিল্লারদের মতো অনেক অভিনেত্রীই সৌন্দর্য প্রতিযোগিতার প্রয়োজনে বিকিনি পরেছেন।