শীতের লাদাখে ভারতের পাশাশপাশি চিনা সেনাও অবস্থান শুরু করেছে। ইতিমধ্যেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। আগামী তিন থেকে চার মাস লাদাখের আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেও ধরে নিয়ে ভারতীয় বাহিনী প্রস্তুতি নিয়েছে। সূত্রের খবর খারাপ আবহাওয়ার মধ্যেই লাদাখে অবস্থানের তৈরি তৈরি হয়েছে চিনও। কিন্তু ভারতের তুলনায় তারা বেশ কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। কারণ প্রবল ঠান্ডার কারণে চিন লাদাখের ফ্রন্টলাইনের সৈন্যদের প্রতিদিনই সরিয়ে নিচ্ছে। তবে ভারতীরা স্থায়ীভাবে ঘাঁটে তৈরি করে অবস্থান করেছে।