এর জন্য অনেক রেস্তোঁরাই তাদের পরিচলনে নানা পরিবর্তন এনেছে। ভারতে যেমন এক প্লেট নিয়ে ভাগাভাগি করে খাওয়ার রীতি রয়েছে, চিনে তেমনটা নয়। আগে একটি টেবিলে যতজন বসতেন, ততজনেরই খাওয়ার দেওয়া হত। এখন, টেবিলের মোট লোকদের সংখ্যার চেয়ে একটি প্লেট কম খাবার পরিবেশন করা হচ্ছে।