উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ২৭৪ আসনে জিতে ক্ষমতায় ফিরল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকার। একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন, অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নেতৃত্বে বিজেপিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। কিন্তু, তারা আটকে গিয়েছে ১২৪ আসনেই। অথচ, উত্তরপ্রদেশে সাধারণত কোনও সরকার এক মেয়াদের বেশি টেকে না। কাজেই, যোগীর এই জয় অবশ্যই ঐতিহাসিক। কিন্তু, কেন সেখানকার মানুষ আবার যোগীকে ফিরিয়ে আনলেন ক্ষমতায়? গত ৩ মাস ধরে যোগী সরকারের গত ৫ বছরের কাজের একটি বিস্তৃত মূল্যায়ন পরিচালনা করেছে 'লোকালসার্কেল্স' সংস্থা।