পঞ্জাব নির্বাচনের আগে আপ দলে যোগ দিয়েছিলেন, প্রাক্তন কংগ্রেস নেতা গুরমিত সিং খুড়িয়ান। লাম্বি কেন্দ্রে অকালি দলের প্রবীনতম নেতা, প্রকাশ সিং বাদলকে ১১,৩৯৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। লাম্বি, বাদল পরিবারের দুর্গ বলে পরিচিত। ৯৪ বছরের প্রকাশ সিং বাদল পাঁচবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই কেন্দ্র থেকে জিতেই। সেই দুর্গে ফাটল ধরালেন গুরমিত সিং খুড়িয়ান। জানা গিয়েছে, দীর্ঘদিন মুক্তসর সাহিব কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে কাজ করায়, এলাকায় তাঁর ভাল প্রভাব ছিল, তাকেই কাজে লাগিয়েছেন তিনি।