হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাস, কলকাতায় কত দাম হল জেনে নিন

ফের মধ্যবিত্তের পকেটে ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। পুজোরআগে এই দাম বৃদ্ধিতে বেশ চিন্তায় আম জনতা। পয়লা সেপ্টেম্বরই দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের। অক্টোবরের শুরুতে ফের বাড়ল এলপিজির দাম। করোনার মহাসঙ্কটের মধ্যে ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।

Parna Sengupta | Published : Oct 6, 2021 7:15 AM IST
19
হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাস, কলকাতায় কত দাম হল জেনে নিন

করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের।

29

এক মাসের মধ্যে বাড়ল ১৫ টাকা। অর্থাৎ এবার ১৫ টাকা বেশি দিতে হবে রান্নার গ্যাস কিনতে গিয়ে। কার্যত হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। প্রায় হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাসের দাম। 

39

সেপ্টেম্বরে দাম বৃদ্ধির ফলে একলাফেই ৯০০ টাকার গন্ডি পার করেছিল এলপিজি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হয়েছিল ৯১১ টাকা।

49

এবার আরও ১৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গৃহস্থের হেঁশেলে ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের (এলপিজি) দাম কলকাতায় ১৫ টাকা বাড়ল। আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে ৯২৬ টাকা দিয়ে।

59

কেন বারবার বাড়ছে এই দাম, প্রশ্ন ক্রেতাদের। কেন্দ্রের দাবি লপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হচ্ছে। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও কমছে ভর্তুকির পরিমাণ। ওই পরিমাণ এই মুহূর্তে না দেওয়ারই সমান হয়ে দাঁড়িয়েছে। 

69

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকারও বেশি বেড়েছে। একানে দাবি উঠছে গ্যাসে ভর্তুকি দেওয়ার। 

79

কারণ অতিমারিতে সাধারণ মানুষের রোজগার নিয়ে নাজেহাল অবস্থা। তার উপর জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। অগাষ্ট-সেপ্টেম্বরে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তা বেড়েছিল। 

89

প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম সংশোধন করে রাষ্টায়ত্ত তেল সংস্থাগুলি। তবে গত তিন মাস ধরে যে হারে গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে ১০০০-এর গন্ডি পার করতে খুব বেশি সময় নেই বলেই মনে হচ্ছে সকলের।

99

কলকাতায় একটি সিলিন্ডারের দাম হয়েছে ৯২৬ টাকা। গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকার বেশি। পেট্রল-ডিজেলের দামও চড়ছে নাগাড়ে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos