সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন, ১৭ বছর ধরে সে রানীর মতো বেঁচে ছিল। কেউ বলছেন, একটি যুগের সমাপ্তি। কেউ লিখেছেন, 'রাণী আর নেই'। শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পেঞ্চ টাইগার রিজার্ভের (Pench Tiger Reserve) বিখ্যাত বাঘিনী (Tigress) 'কলারওয়ালি'র (Collarwali)। আর তার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের শ্রদ্ধা উপচে পড়ছে। সোমবার সসম্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেই অনুষ্ঠানে বনকর্মীরা থেকে স্থানীয় আদিবাসী জনতা একযোগে শ্রদ্ধা জানান তাকে। কে 'কলারওয়ালি', কেন সে এত জনপ্রিয়, আসুন ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক -