সংক্রমিত করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস। সদ্যো প্রকাশিক একটি গবেষণা রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। বলা হয়েছে করোনাভাইরাস বায়ুবাহিত হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে মানুষদের সংক্রমিত করার ক্ষমতা প্করায় ৯০ শতাংশ হারিয়ে ফেলেছে। তবে বায়ুতে আসার প্রথম পাঁচ মিনিটের মধ্যেই করোনাভাইরাস ক্ষতি করতে পারে। বিশ্বের প্রথম সিমুলেশন অনুসারে এই ভাইরাসটি নিঃশ্বাসের সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে আর বেঁচে থাকে। বিশেষজ্ঞরা করোনাভাইরাসটি কতক্ষণ বাতাসে বেঁচে থাকতে পারে তাও অনুমান করার চেষ্টা করছেন। তবে তাঁরা বলেছেন এখনও মাস্ক পরা আর নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলা জরুরি।