নরেন্দ্র মোদী দিল্লিতে ক্ষমতা দখল করেছিলেন ২০১৪ সাল। তারপর থেকে প্রায় প্রত্যেক বছরই একটা করে আইআইটি বা আইআইএম খোলা হয়েছে। ২০১৪ সালে দেশে আইআইটির সংখ্যা ছিল ১৬। বর্তমানে তা তা পৌঁছেছে ২৩এ। অন্যদিকে ১৩টি আইআইএম বেড়ে হয়েছএ ২০। বর্তমানে এমবিএ-তে আসন সংখ্যা বেড়েছে ৫৩ শতাংশ। মাস্টার ডিগ্রিতে আসন সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ।