নতুন বছরের শুরুতেই করোনাভাইরাসের প্রতিষেধক হাতে আসতে পারে। তেমনই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। আর সেই প্রতিষেধক সংরক্ষণের জন্য এখন থেকেই একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছে প্রতিষেধক সংরক্ষণের জন্য হাব তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর সেই কাজে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।