হাতে মেহেন্দির রঙ এখনও টাটকা, বিয়ে সেরেই দেশের কাজে আর্মি অফিসার ইউমি

ভারতীয় সেনাবাহিনীর জীবন কতটা কঠিন তা আর আলাদা করে বলার জায়গা রাখে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ইন্ডিয়ান আর্মি মহিলা অফিসারের ছবি এমনই এক ছবি মন কেড়েছ নেটিজেনদের। সদ্য বিবাহিতা এক অফিসারের ছবি যার হাতে মেহেন্দির রঙ টাটকা রয়েছে সদ্য বিবাহিতা এই অফিসারের ইউনিফর্ম পড়া ছবি রাতারাতি ভাইরাল নেট দুনিয়ায়। সামরিক কর্মীদের জন্য তৈরি ইন্ডিয়ান ডিফেন্স টাইমস-এর পেজে এই ছবিটি পোস্ট করা হয়েছে।

deblina dey | Published : Mar 15, 2020 8:09 AM IST
19
হাতে মেহেন্দির রঙ এখনও টাটকা, বিয়ে সেরেই দেশের কাজে আর্মি অফিসার ইউমি
ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আর্মি অফিসার ইউনিফর্ম পড়া হাতে টাটকা মেহেন্দির রঙ।
29
সদ্য বিবাহিত এই কর্তব্যরত অফিসারের ছবি মন জয় করেছে নেট দুনিয়ার। এই আর্মি অফিসারের নাম ইউমি।
39
তবে ছবিতে বা পোস্টের সঙ্গে এই অফিসারের বিস্তারিত কিছুই শেয়ার করা হয়নি। মেহেন্দি হাতে ইন্ডিয়ান আর্মির টুপি এক সাধারণ মেয়েকে অসাধারণ করে তুলেছে ছবিতেই।
49
প্রতিটি মহিলা ও ভারতীয় এই সদ্য বিবাহিত অফিসারকে কুর্নিশ জানানো উচিৎ। যে নিজের নতুন সংসার উপেক্ষা দেশের জন্য সবার আগে প্রস্তুত।
59
কর্তব্যরত এই মহিলা অফিসারের কাঁধে ছিল সামরিক নার্সিং সার্ভিসের ব্যাচ। এই ব্যাচটির সূচণা হয়েছিল ব্রিটিশ শাসনকাল থেকেই ১৮৮৮ সালে।
69
অফিসার ইউমি ইন্ডিয়ান মেলেটারি নার্সিং সার্ভিস ইন্ডিয়ান আর্মির মেডিক্যাল সার্ভিসের সদস্য।
79
ভারতীয় সামরিক বাহিনীর এই পদে ভারতের রাষ্ট্রপতি অফিসারদের নিয়োগ করেন।
89
বিয়ের পর পরেই নতুন স্বপ্নের সংসার ছেড়ে কঠিন বাস্তবকে বেছে নেওয়ার জন্য নেট দুনিয়ার মন জয় করেছে এই ছবিগুলি।
99
ভাইরাল হওয়া এই পোস্টটিতে ক্রমশ লাইক ও মন্তব্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos