সব জল্পনার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার সুপারটেকের টুইন টাওয়ার ৯ সেকেন্ডেরও কম সময় ধুলোয়ে মিশে গেল। আর এই প্রকল্প ভেঙে ফেলায় ক্ষতি হল ৫০০ কোটি টাকা। একটি বিবৃতি জারি করে তেমনই জানিয়েছে রিয়েলিটি এস্টেট ফার্ম সুপারটেক লিমিটেডের চেয়ারম্যান আর কে অরোরা। তবে টুইন টাওয়ার ধ্বংসের কারণে এই এলাকার বেশ কয়েক দিন থেকেই অন্যরকম পরিবেশ দেখা গিয়েছিল। এদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল দৈত্যাকার এই বাড়ি ধ্বংস দেখার জন্য। তবে প্রশাসন ছিল সতর্ক। একার ধারে কাছেও ঘোঁসতে দেওয়া হয়নি কাউকে। বন্ধ করে দেওয়া হয়েছিল যমুনা এক্সপ্রেস ওয়ের যান চলাচল। আর ধ্বংসের পর ধুলো আর ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা।