প্রায় শেষ গগণচুম্বী ভাঙার প্রস্তুতি, আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় যাবে কুতুব মিনারের থেকেও বড় অট্টালিকা ভেঙে ফেলার কাজ। রবিবার সকাল থেকেই নেওয়া হচ্ছে একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ। ৪০ তলার এই জোড়া অট্টালিক্কা ভাঙার আগে আশেপাশের এলাকার লোকজনকেও সতর্ক করা হয়ে। ঘরের দরগা জানলা বন্ধ, কাজ চলাকালীন ছাদে না যাওয়া ইত্যাদি নির্দেশ দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক দিনের কোন সময় অট্টালিকা ভাঙার কোন কাজ করা হবে।