অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা ৯৫ শতাংশ কার্যকরী। এটি ফাইজার ও মোডার্নার মতই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সাহ্য করেছে। তেমনই দাবি করেছেন অ্যাস্ট্রোজেনেকার সিইও। ভারতও প্রথম দফায় জরুরি ব্যবহারের জন্য় অক্সফোর্ডের তৈরি করোনা টিকাকেই ছাড়পত্র দিতে পারে বলে সূত্রের খবর। আগামী সপ্তহতেই ভারতে সুরু হচ্ছে করোনাটিকা প্রয়োগের ড্রাইরান কর্মসূচি।