২০০২ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী দিল্লির মেট্রো চালু করেছিলেন। ১৯৮৪ সালে কলকাতা মেট্রোরেল চালু হওয়ার পর, দেশের দ্বিতীয় মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল দিল্লিতে। শুক্রবার, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বা ডিএমআরসি-র কর্মপরিচালনার ১৮ বছরের পূর্ণ হয়েছে। এর তিন দিন পরই দেশকে প্রথম ড্রাইভারহীন ট্রেন পরিষেবা উপহার দিতে চলেছে ডিএমআরসি।