পরবর্তীকালে গ্যংস্টার শ্রী প্রকাশ শুক্লার ঘনিষ্ঠ সহযোগী বিজয় সিং-এর প্রেমে পড়ে সোনু। ২০০৩ সালে সোনু ও বিজয় বিয়ে করে। কিন্তু দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি সোনুর। বিয়ের অল্প কয়েক দিনের মধ্যেই উত্তর প্রদেশ পুলিশের এনকাউন্টারে গড় মুক্তেশ্বরে মৃত্যু হয় বিজয়ের।