বিচিত্র ট্যাবলোয় মাতল প্রজাতন্ত্র দিবস, কোন রাজ্য কোন বিষয় তুলে ধরল, দেখুন ছবিতে ছবিতে

Published : Jan 26, 2020, 01:00 PM IST

রবিবার সারা দেশে মহা উৎসাহে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো নয়া দিল্লির রাজপথে হয় সরকারের মূল উদযাপন অনুষ্ঠানটি। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, বায়ুসেনার করত, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল ছয়টি কেন্দ্রীয় মন্ত্রক, ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শনী। পশ্চিমবঙ্গ, কেরল-এর মতো রাজ্যগুলিকে সুযোগ না দেওয়া নিয়ে হিতর্কের মধ্যেই মোট ২২টি ট্যাবলো অংশ নিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। দেখে নেওয়া যাক কোন রাজ্যের ট্যাবলোর কী বিষয় ছিল।  

PREV
113
বিচিত্র ট্যাবলোয় মাতল প্রজাতন্ত্র দিবস, কোন রাজ্য কোন বিষয় তুলে ধরল, দেখুন ছবিতে ছবিতে
রাজপথে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ট্যাবলো প্রদর্শনীর শুরুতেই আসে ছত্তিশগড় রাজ্য। ছত্তিসগড়ের অলঙ্কার এবং শিল্পকে তুলে ধরার পাশাপাশি ট্য়াবলোয় 'কাকসার' নৃত্য উপস্থাপন করা হয়।
213
রাজস্থানের ট্যাবলোয় রাজধানী জয়পুরের স্থাপত্যগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেখানো হয়েছে।
313
তেলঙ্গানার ট্যাবলোয় তুলে ধরা হয় সেই রাজ্যের ফুলের উৎসব 'বাথুকম্মা'-কে।
413
অসমের রাজ্য তাদের ট্যাবলোয় তুলে ধরে বাঁশ এবং বেতের কারুকাজ।
513
সমুদ্র তীরবর্তী রাজ্য় গোয়ার ট্যাবলোর বিষয়ও ছিল সমুদ্রের তীর।
613
হিমাচল প্রদেশের ট্যাবলোর বিষয় ছিল কুলু-র দশেরা উৎসব।
713
মধ্যপ্রদেশের ট্য়াবলোয় প্রদর্শিত হয় রাজ্যের আদিবাসি জাদুঘর।
813
ওড়িশার ট্যাবলোয় ভগবান লিঙ্গরাজ-এর রুকুনা রথযাত্রা দেখানো হয়েছে।
913
কর্নাটকের ট্যাবলোর থিম ছিল 'অনুভব মন্তপ'। এই কেন্দ্র মানব ইতিহাসের প্রথম ধর্মীয়-সামাজিক সংসদ।
1013
উত্তরপ্রদেশের বিষয় ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটন ও সর্ব ধর্ম সমন্বয়।
1113
অন্দ্রপ্রদেশের ট্যাবলোয় ব্রাহ্মোৎসব-এর মধ্য দিয়ে সেই রাজ্যের জনজীবন, শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।
1213
জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর তাদের প্রথম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর বিষয় ছিল সরকারের 'ব্যাক টু ভিলেজ' বা গ্রামে ফেরা প্রকল্প।
1313
সিপিডব্লিউডি হর্টিকালচার-এর ট্য়াবলোর থিম ছিল 'কাশ্মীর থেকে কন্যাকুমারী'। তাদের ট্যাবলোয়, স্বামী বিবেকানন্দ-এর কন্যাকুমারীর স্মৃতিসৌধ, ডাল হ্রদে একটি শিকারা এবং মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ দেখা গিয়েছে।
click me!

Recommended Stories