ভারতীয় নৌবাহিনীর মুকুটে আরও একটি সাফল্যের মুকুট। এবার নৌবাহীন ব্যবহার করবেন দেশের সবথেকে বড় বিমানবাহী রণকরী আইএনএস বিক্রান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর এদিন আইএনএস বিক্রান্ত কমিশন করা হল। প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কোচিতে একটি বিশেষ অনুষ্ঠানে নৌবাহিনীত কমিশন করেন বিক্রান্তকে। দীর্ঘ ১৭ বছর ধরে এই রণতরী তৈরি হয়েছে। নৌবাহিনীর ডিজাইন করা এই রণতরী এখনও পর্যন্ত দেশের নির্মিত সবথেকে বড় রণতরী। এতে ১৬০০০ জন ক্রু মেম্বার থাকতে পারবে।