কেদারনাথ থেকে প্রত্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়া, আলোর উৎসবে সামিল হচ্ছে গোটা দেশ

Published : Nov 13, 2020, 10:03 PM IST

আলোর সাজে সেজে উঠেছে অযোধ্যা থেকে কেদারনাথ মন্দির। অযোধ্যায় শুরু হয়েছে দীপাবলির উৎসব। সেই উপলক্ষ্যে লেজার শো চলছে সরজুর তীর। পাশাপাশি সরজূ নদীর দুই ধার সাজানো হয়েছে আলো দিয়ে।  পরিবার থেকে দূরে থেকে সীমান্তে কর্তব্যরত জওয়ানরাও দীপাবলির আনন্দে সামিল হয়েছেন। 

PREV
18
কেদারনাথ থেকে প্রত্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়া, আলোর উৎসবে সামিল হচ্ছে গোটা দেশ

আলোর উৎসবে সামিল গোটা দেশ। সেজে উঠেছে কেদারনাথ মন্দির। সব মিলিয়ে চার রকমের আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির। 
 

28

পুরাণ অনুযায়ী রাবন বধ করে রাম ঘরে ফেরার পরই প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান হয়েছে। প্রাচিন সেই রীতিম মেনে সেজে উঠেছে অযোধ্যাও। সাজান হয়েছে সরজুর দুই পাড়। 

38

সরজূর তীরে শুরু হয়েছে লেজার শো। সেখানে মূলত দেখা হয়েছে ভগবান শ্রী রামের জীবনগাথা। 

48

আলোর দিয়ে সাজানো হয়েছে গুজরাতের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির। 
 

58

আলোর উৎসবে সামিল মুম্বইও। আলো দিয়ে সাজান হয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনালস। 
 

68

পঞ্জাবের স্বর্ণ মন্দরেও আঁচ লেগেছে দীপাবলির। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। ভিড় বাড়ছে দর্শনার্থীদের। 
 

78

দীপাবলির আলোয় উজ্জ্বল ভারতীয় সীমান্তও। কাঁটা তারের বেড়ার সামনেই জ্বলছে প্রদীপ। সেখানে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে সামিল হচ্ছেন সেনা জওয়ানরা। 
 

88

উৎসবের এই মরশুমে পরিবার আর প্রিয়জনের থেকে অনেক দূরে থাকেন সেনা কর্মীরা। উৎসবে সামিল হতে সীমান্তেও তাঁরা বাজি পুড়িয়ে আর প্রদীপ জ্বালিয়ে উৎসবে মেনে উঠেছেন। 

click me!

Recommended Stories