প্রশ্নোত্তর পর্বের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা মাত্র ৩০ মিনিট সময় দিতে সময় দিতে চাইলে বিরোধী পক্ষের অনেক সাংসদও আপত্তি জানান। স্পিকার জানিয়েছেন বিষয়টি নিয়ে সাংসদরাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর তাঁকে পরে জানিয়ে দেবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মহামারির এই পরিস্থিতিতে অধিবেশনচলছে এটাই বড়কথা। আর এরজন্য তিনি সকলের সহযোগিতার আবেদন জানিয়েছেন।