মহামারির মধ্য়ে ১৮ দিনের বাদল অধিবাশনের এদিনই ছিল প্রথম দিন। এদিন করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশনে যোগদিয়েছিলেন সাংসদরা। করোনা আবহে মাস্কের ব্যবহার ছিল বাধ্যতামূলক। কিন্তু তাও ঠেকানোগেলনা সংক্রমণ। প্রথম দিনের অধিবেশেনের পরই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ জন সাংসদ। তবে এদিন সংসদে লাদাখ থেকে অভিবাসী শ্রমিকের পাশাপাশি বর্তমানে দেশে জ্বলন্ত সমস্যা নিট পরীক্ষা নিয়েও আলোচনা হয়েছে।