নতুন রাজপথ উদ্বোধনের পর এই পথ ধরে যাতায়াত করতে পারবে জনসাধারণ। কাজের জন্য গত কুড়ি মাস সর্বসাধারণের জন্য বন্ধ ছিল রাজধানীর এই আইকনিক রাজপথ। আগের মতোই পিকনিক, আইসক্রিম খাওয়া, ছবি তোলার সব সুযোগ থাকবে নতুন সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে। শুধু বদলে যাচ্ছে নিয়ম-কানুন। পিকনিক বা কেনাকাটার জন্য আলাদা ব্লকে ভাঙা হচ্ছে রাজপথকে।