আগের মতোই পিকনিক, আইসক্রিম খাওয়া, ছবি তোলার সব সুযোগ থাকবে নতুন সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে। শুধু বদলে যাচ্ছে নিয়ম-কানুন। পিকনিক বা কেনাকাটার জন্য আলাদা ব্লকে ভাঙা হচ্ছে রাজপথকে।
৫ রাজধানীতে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট, ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত লম্বা রাস্তাকে রাজপথ নামে ডাকা হত এতদিন। সেটাই নামকরণ করে প্রগতিপথ করা হয়।