সোমবার পূর্ব লাদাখের গ্যালওয়ান সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বিহার রেজিমেন্টের কর্নেল সন্তোষ বাবু। সেই দিনই শহিদ হন তিনি। বৃহস্পতিবার তাঁর কফিনবন্দি দেহ ফেরে জন্মভূমি তেলাঙ্গনার বিদ্যানগরে। কর্নেলকে শেষ বিদায় জানাতে রাস্তাতেই জড়ো হন বহু মানুষ। শেষবারের মত প্রিয় সন্তোষবাবুকে একবার ছুঁয়ে দেখার আকুতি নিয়েই এসেছিলেন প্রতিবেশীরা। মনে মনে সকলের একটাই অঙ্গীকার ছিল প্রিয় কর্নেলেন বলিদান যেন বৃথা না যায়। গার্ড অব অনারের মাধ্যমেই সেনাবাহিনী বিদায় জানায় শহিদ সন্তোষ বাবুকে।