পারস্পরিক শান্তি চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা থেকে সোমবার রাতে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ হানে অপরপ্রান্তে থাকা চিনা সেনা। আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সংঘর্ষে শহিদ হন ভারতীয় সেনার ১ আধিকারিক সহ ২০ জওয়ান।