এখনও স্বস্তি নেই। আরও বৃষ্টির পূর্বাভাস চেন্নাইয়ের (Chennai rain) জন্য। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা (Oarange alert)। বঙ্গোপসাগরে (bay of bengal) তৈরি হচ্ছে নিম্নচাপ (law pressuer)। সেই কারণেই তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে রবিবারের বৃষ্টিতে এখনও জলমগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। সোমবার জলে নেমেই বিপর্যস্ত এলাকার মানুষদের মানুষের সঙ্গে কথা বলেন তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।