রাজনাথ সিং বলেছেন তেজস যুদ্ধ বিমান শুধুই যে ভারতীয় তা নয়। এটি তার সমসাময়িক যেকোনও যুদ্ধ বিমানের তুলনায় অনেকটাই ভালো। এর ইঞ্জিনের ক্ষমতা, ব়্যাডার সিস্টেম, ভিজ্যুয়াল রেঞ্জ. বেশ কয়েকটি সিস্টেম বিদেশী যুদ্ধ বিমানের থেকেও কার্যকর বলে দাবি করেছেন তিনি। এয়ার টু এয়ার রিফুয়েলিং ও রক্ষণাবেক্ষণ ভালো বলেও দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন এটির রক্ষণাবেক্ষণ তুলনামূলক সস্তা।