যুদ্ধবিমানের ব্যাপক ঘাটতি
পূর্ব লাদাখে চিনের সঙ্গে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার মধ্যে ভারত জরুরি ভিত্তিতে ৩৩টি যুদ্ধবিমান কিনেছিল। এর মধ্যে রয়েছে ২১টি মিগ-৯৯। এছাড়া ১৮,১৪৮ কোটি টাকা ব্যয়ে, ১২টি সুখোই এবং ৫৯টি মিগ-২৯ বিমান আপগ্রেড করা হয়েছে। দু'সপ্তাহ আগে প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড থেকে ৮৩টি তেজস হালকা যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে অনুমোদন দিয়েছে। কিন্তু, তারপরও যুদ্ধবিমানের ঘাটতি থেকে যাবে। কারণ ২০৩২ সালের মধ্যে, পর্যায়ক্রমে বসিয়ে দিতে হবে মিগ-২১ বিমানগুলিকে। ফলে আইএএফের স্কোয়াড্রনের সংখ্য়া দাঁড়াবে মাত্র ২২-এ।