সূর্য মন্দিরের কথা বললে, প্রথমেই সকলের মনে আসবে কোনারকের সূর্য মন্দিরের (Sun Temple in Konark) কথা। তবে, একসময় আমাদের দেশে তার থেকেও বিখ্য়াত ছিল, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগে অবস্থিত মার্তন্ড মন্দির (Martand Sun Temple at Anantnag )। অনেকে বলেন, প্রায় ১৩০০ বছরের পুরনো এই মন্দিরটিই ভারতের প্রাচীনতম সূর্য মন্দির (Oldest Sun Temple in India)।