মদ থেকে টুনা মাছ - বাজেট ২০২০'তে কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন তালিকা


শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২০-২১ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। ব্যক্তিগত করের হার অনেকটা কমানো হয়েছে। তবে বাজেটে সবারই আগ্রহ থাকে কোন কোন জিনিসের দাম বাড়ল ও কোন কোনও জিনিসের দাম কমল তা নিয়ে। প্রতিবারের মতোই এইবারও বাজেটে বেড়েছে সিগারেটের দাম। তবে বেশ কিছু জিনিসের দাম কমেওছে। দেখে নিন এক নজরে -

amartya lahiri | Published : Feb 1, 2020 2:49 PM IST
17
মদ থেকে টুনা মাছ - বাজেট ২০২০'তে কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন তালিকা
নিউজপ্রিন্ট: মোদী সরকারের আমলে সংবাদমাধ্যমের স্বাধীনতা কমার অভিযোগ উঠলেও এইবারের বাজেটে সংবাদপত্র ছাপানোর যে কাগজ লাগে, তার দাম কমানো হয়েছে।
27
কাঁচা চিনি - অপরিশ্রুত চিনি বা কাঁচা চিনিরও দাম কমানো হয়েছে।
37
কৃষিভিত্তিক প্রাণীজ পণ্য - কৃষিভিত্তিক প্রাণীজ পণ্য অর্থাৎ পোলট্রী বা ডেয়ারি সামগ্রীর দাম কমছে।
47
পাস্তুরিত দুধ: দাম কমছে স্কিমড মিল্ক বা পাস্তুরিত দুধেরও।
57
সয়া ফাইবার এবং সয়া প্রোটিন: উদ্ভিজ্য প্রোটিনের অন্যতম উৎস সয়া ফাইবার এবং সয়া প্রোটিনের দামও কমানো হচ্ছে।
67
অ্যালকোহলযুক্ত পানীয়: দাম কমছে বেশ কয়েকটি অ্যালকোহলয়ুক্ত পানীয়ের।
77
সয়া ফাইবার এবং সয়া প্রোটিন: উদ্ভিজ্য প্রোটিনের অন্যতম উৎস সয়া ফাইবার এবং সয়া প্রোটিনের দামও কমানো হচ্ছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos