অনিবার্য কারণে এই লেখাটি পরিত্যক্ত করা হল, লিঙ্ক পেলে কপির ভিতরে চোখ রাখুন
প্রাচিনতম মহানগর ধোলাভিরা ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেড সাইটের তকমা পেল। এটি হরপ্পা সভ্যতার প্রমান বহন করে চলছে। গুজরাটের এই ধোলাবিরাকে বিশ্ব ঐতিত্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার জানান হয়েছে।
Asianet News Bangla | Published : Jul 27, 2021 8:34 PM / Updated: Jul 27 2021, 10:04 PM IST
গুজরাটের কচ্ছেররাণ উপত্যকার কাছে অবস্থিত হরপ্পা সভ্যতার সাক্ষ বহনকারী প্রাচিনতন মহাশহর ধোলাবিরা। তেলাঙ্গনার রুদ্রেশ্বর মন্দিরের পর এটিও ইউনেস্কোর (UNESCO ) ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এই নিয়ে গুজরাটের চারটি পর্যটন কেন্দ্র এই তকমা পেল।
আরও জানতে এখানে ক্লিক করুন।