অক্টোরবর পর্যন্ত করোনাভাইরাসের মহামারির সঙ্গেই ব্রিটিশ নাগরিকদের বাস করতে হবে বলেও জানিয়েছেন ফর্গুসন। তিনি বলেছিলেন, এখনও দেশের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। তবে মহামারিটিকে ব্রিটিশ নাগরিকরা পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে। শরৎকালে যদি মানুষ নূন্যতম বিধিনিষেধ মেনে চলেন তাহলেই এই মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।