যোগীরাজ্যে এবার নজর তাজমহলের দিকে, নাম বদলে‘তেজোলয়' করার উঠল জোড়দার আওয়াজ

ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের একাধিক স্থানের নাম বদলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদও হয়েছে। তবে বদলালনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবার ফের একবার তিনি নাম বদলের খেলায় মাতলেন। আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়াম মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই নিয়ে সরকারি বিবৃতিও দেওয়া  হয়েছে। এবার শোনা যাচ্ছে তাজমহলের নামও পরিবর্তন করতে পারে যোগী প্রশাসন।
 

Asianet News Bangla | Published : Sep 16, 2020 4:28 AM IST
111
যোগীরাজ্যে এবার নজর তাজমহলের দিকে, নাম বদলে‘তেজোলয়' করার উঠল জোড়দার আওয়াজ

২০১৫ সালে আগ্রায় তাজমহলের কাছেই একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে অখিলেশ যাদব সরকার। নির্মাণ শুরু হয় ২০১৬ সালে।  তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান  মিউজিয়ামটিতে  মুঘল সংস্কৃতি, মুঘল আমলের জিনিসপত্র, ছবি, খাবার, রীতিনীতি, অস্ত্র ও অন্যান্য বিষয়ে প্রদর্শন করা হবে। বলে স্থির হয়েছিল। মুঘলদের নিয়ে তৈরি মিউজিয়ামচির নাম রাখা হয়েছিল মুঘল মিউজিয়াম।

211

সেই মিউজিমায়মিটর নাম এবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। ত্রপতি শিবাজি মহারাজের নামে নামাঙ্কিত করা হবে এই মিউজিয়াম। আদিত্যনাথের কথায়, 'দেশের গর্ব জড়িয়ে, এমন বিষয়কেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়৷ মুঘলরা আমাদের রোল মডেল হতে পারে না৷ জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্‍সাহিত করতে হবে৷ শিবাজি মহারাজ আমাদের হিরো৷'

311

মুঘল মিউজিয়ামের নাম বদল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে উত্তরপ্রদেশে। এবার দেশের বিখ্যাত তথা ওয়ার্ল্ড হেরিটেজ নিদর্শনের মধ্যে স্থান পাওয়া তাজমহলের নাম বদলানোর দাবি উঠেছে। 

411

তাজমহলের নাম বদলানোর পিছনে যুক্তিও দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের গোসেবা আয়োগের নেতা ভোলে সিং-এর দাবি, এবার সরকারকে তাজমহলের নাম বদলে তেজোলয় করতে হবে। উনি তাজমহলকে ভগবান শিবের প্রাচীন মন্দির বলে দাবি করে সেটির নাম বদলানোর কথা বলেন।

511

ভোলে সিং বলেন, তাজমহল আদ্যিকালে শিব মন্দির ছিল। এটা ইতিহাসের খুব কঠিন একটি সত্য। তাঁর দাবি, তেজোলয়ের উপরে মুসলিম শাসকেরা এটিকে ইসলামিক স্থাপত্য  বানায়। ভোলে সিং বলেন, আজও তাজমহলে জলের ফোটা পড়ে, আর এই জল কোথা থেকে পড়ে সেটি বিজ্ঞানীরাও জানতে পারেননি।

611

ভোলে সিং মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি নাম রাখার জন্য উত্তর প্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, উনি লাগাতার কড়া সিদ্ধান্ত নিয়ে মুঘলদের চিহ্ন মিটিয়ে দিচ্ছেন।

711

এদিকে মোঘল মিউজিয়ামের নাম বদল নিয়ে  বিরোধী দল গুলো সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সমাজবাদী পার্টি বলেছে, সরকার শুধু নাম বদলানোর কাজ করছে। আরেকদিকে, কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে, নাম বদলানোর কোন দরকার ছিল না। এখনকার সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেমন কৃষি, গরিব, কৃষক আর আইন ব্যবস্থা নিয়ে মাথা ঘামানো উচিৎ যোগী সরকারের।

811

এদিকে করোনার জন্য টানা ছয়মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২১ সেপ্টেম্বর থেকে খুলছে তাজমহল। এখন চলছে তার জোড় প্রস্তুতি।

911

আগ্রার জেলাশাসক প্রভু সিং জানিয়েছেন, একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্ট। সরকারের সবরকম করোনা সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনেই খোলা হচ্ছে তাজমহল। এখন দিনে পাঁচহাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে না। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার। 

1011

গত ১ সেপ্টেম্বর থেকে দিল্লির সিকান্দ্রা, ফতেহপুর সিক্রি এবং এতমউদ্দৌল্লাসহ ছোট ছোট স্মৃতিসৌধ খুলে দেয়া হলেও তাজমহল ও আগ্রা ফোর্ট বন্ধ ছিল।

1111

এদিকে করোনা লকডাউনের কারণে  আগ্রার পর্যটন শিল্পের ব্যাপক  ক্ষতি হয়েছে।  অঙ্কের হিসেবে  করোনাভাইরাস অতিমারির কারণে ছ-মাসে ক্ষতির অঙ্কটা ২,২০০ কোটি টাকা। এর মধ্যে শুধু টিকিট ফি বাবদ ক্ষতি ৭২ কোটি টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos