২০১৫ সালে আগ্রায় তাজমহলের কাছেই একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে অখিলেশ যাদব সরকার। নির্মাণ শুরু হয় ২০১৬ সালে। তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান মিউজিয়ামটিতে মুঘল সংস্কৃতি, মুঘল আমলের জিনিসপত্র, ছবি, খাবার, রীতিনীতি, অস্ত্র ও অন্যান্য বিষয়ে প্রদর্শন করা হবে। বলে স্থির হয়েছিল। মুঘলদের নিয়ে তৈরি মিউজিয়ামচির নাম রাখা হয়েছিল মুঘল মিউজিয়াম।