মৃতদেহের সঙ্গে যৌন মিলনের অভ্যাসকে বলা হয় নেক্রোফিলিয়া। আফগান মহিলার দাবি তালিব যোদ্ধাদের মধ্যে এই অভ্যাস দারুণভাবে চালু রয়েছে। তিনি জানিয়েছেন, তালেবানরা তাদের লালসা মেটাতে মহিলাদের হয় বাড়ি থেকে তুলে নিয়ে যায়, অথবা গুলি করে মেরে ফেলে। তাদের যৌনখিদে এতটাই বিকৃত, যে যৌনতার সময়ে, কোনও মহিলা বেঁচে আছে, নাকি মরে গিয়েছে - তার কোনও পরোয়া তারা করে না।