কাবুলের উত্তরে হিন্দু কুশের পর্বতের শীর্ষে অবস্থিত পঞ্জশির উপত্যকা এখন তালিবান প্রতিরোধের কেন্দ্রবিন্দু। এখানেই অবস্থান করছেন প্রাক্তন আফগান প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে। আর তালিবা বিরোধী যোদ্ধারাও এখানেই তাদের মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে। গোটা আফগানিস্তানের তালেবানরা দখল করে নিলেও এই পঞ্জশির উপত্যকাই একমাত্র এখনও তালিবান-মুক্ত অঞ্চল। তবে, রবিবার জানা গিয়েছে, তালিবান যোদ্ধারা তৈরি হচ্ছে পঞ্জশিরের শেষ দুর্গ দখলের জন্য।