মার্কিন সেনা প্রত্যাহারের পর দ্রুততার সঙ্গে তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছিল। কিন্তু আশরাফ ঘানি সরকারের পতনের পর ১০ দিনেরও বেশি সময় কেটে গেছে। এখনও স্বাভাবিক হয়নি আফগানিস্তানের পরিস্থিতি। রাজধানী কাবুলের পাশাপাশি গোটা দেশজুডডেই নৈরাজ্য। এই অবস্থায় দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে আর গৃহযুদ্ধ এড়াতে উজবেক, তাজিক আর হাজারা প্রতিনিধিদের সঙ্গে হাতমিলিয়ে চলতে হবে। আগেরবার অর্থাৎ ১৯৯০ সালে তালিবানরা যখন ক্ষমতা দখল করেছিল তখন কিন্তু তার বিপরীত স্রোতেই হেঁটেছিল তারা।