ট্রাক্টর মিছিলে অবরুদ্ধ এবার জার্মানিও - সরকারের বিরুদ্ধে রাস্তায় কৃষকরা, দেখুন ছবিতে ছবিতে

Published : Feb 27, 2021, 03:40 PM IST

ভারতের পর এবার কৃষক বিক্ষোভ জার্মানিতেও জার্মান সরকার নতুন পরিবেশ সংক্রান্ত আইন জারি করেছে সেই আইনেরই বিরোধিতা করছেন সেখানকার কৃষকরা আন্দোলনে স্তব্ধ বার্লিন-সহ বহু শহর ও শহরতলির পথ

PREV
16
ট্রাক্টর মিছিলে অবরুদ্ধ এবার জার্মানিও - সরকারের বিরুদ্ধে রাস্তায় কৃষকরা, দেখুন ছবিতে ছবিতে

জানা গিয়েছে, জার্মান সরকার সম্প্রতি পশু কল্যাণমূলক একটি আইন জারি করেছে। সেইসঙ্গে কীট-পতঙ্গকে রক্ষা করার জন্য কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যার ফলে বড় সমস্যায় পড়েছেন কৃষকরা। এই দুই বিষয়-সহ অন্যান্য বেশ কয়েকটি সরকারী নীতি নিয়ে ক্ষুব্ধ জার্মান কৃষকরা।

 

26

বিক্ষুব্ধ কৃষকরা জার্মানী জুড়ে ট্রাক্টর দিয়ে রাস্তা অবরোধ করছেন। দক্ষিণে বাভারিয়া এবং বাডেন উর্টেমবার্গ, মধ্য জার্মানির হেসি এবং উত্তরে লোয়ার স্যাক্সনির পাশাপাশি ব্রেমেন এবং বার্লিন শহরও ট্রাক্টর কনভয়ে অবরুদ্ধ।

 

36

এতে করে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে জার্মান প্রশাসন কৃষকদের বাধা দেবে না বলেই জানিয়েছে। বার্লিনের মেয়র মাইকেল মুলার জানিয়েছেন, বার্লিনবাসীর সমস্যা হবে। কিন্তু কৃষকদেরও অধিকার রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার। কাজেই স্থানীয় বাসিন্দাদের এই আন্দোলন সহ্য করতে হবে।

 

46

শুক্রবার থেকে বার্লিনে শুরু হয়েছে, খাদ্য ও কৃষি সংক্রান্ত উৎসব, আন্তর্জাতিক সবুজ সপ্তাহ উদযাপন শুরু হচ্ছে। গত প্রায় ১০০ বছর ধরে এই উৎসব হচ্ছে। সাম্প্রতিককালে বারবারই কৃষিক্ষেত্রের ভবিষ্যত এবং পরিবেশ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই উৎসবে বহু প্রতিবাদ দেখা গিয়েছে। এইবার কৃষকরাও তাদের বিক্ষোভ প্রদর্শনের জন্য এই উৎসবকে বেছে নিয়েছেন।

56

বিখ্যাত ব্র্যান্ডেনবুর্গ গেটের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে লাগানো পোস্টারে লেখা রয়েছে - 'আমাদের ছাড়া আপনি ক্ষুধার্ত, নগ্ন এবং পরিমিত থাকবেন!'

66

সাম্প্রতিক বছরগুলিতে এই নিয়ে দ্বিতীয়বার ট্র্যাক্টর মিছিলে অবরুদ্ধ হল জার্মানির বিভিন্ন শহর। ২০১৯ সালের অক্টোবরেও পথে নেমেছিলেন কৃষকরা। সেইবারও প্রতিবাদ ছিল কৃষিক্ষেত্রে নাইট্রেট ব্যবহার সীমিত করা এবং প্রকৃতি সংরক্ষণের বিষয়ে সরকারি নীতির বিরুদ্ধে।

click me!

Recommended Stories