মঙ্গলবার, বিশ্বের প্রথম হাই-স্পিড ম্যাগলেভ পরিবহন ব্যবস্থা চালু করল চিন। পূর্ব চিনের শানডং প্রদেশের কুইংদাও শহরে এই হাই-স্পিড পরিবহন ব্যবস্থা চালু করা হল। উচ্চ-গতির ট্রেন তৈরির জন্য চিন খ্যাত হলেও, চিনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই পরিবহণ ব্যবস্থা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলযান বলে দাবি করেছে চিন রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন। বিশ্বের পরিবহন ব্যবস্থায়, ম্যাগলেভ পরিবহন ব্যবস্থা বিপ্লব আনবে বলে আশা করা হচ্ছে।