এই রোগ নিরাময়ে কত সময় লাগে?
নোরোভাইরাস সংক্রমণের উপসর্গগুলি সাধারণত এক থেকে তিন দিন অবধি থাকে। তবে লক্ষণ না থাকলেও ভাইরাস কিন্তু শরীরে দীর্ঘদিন থেকে যেতে পারে। ডাক্তাররা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে এঁদের মলে ভাইরাসের উপস্থিতি দেখা যেতে পারে। করোনার মতো নোরোভাইরাসেরও বিভিন্ন রুপভেদ রয়েছে। তাই, কেউ এই ভাইরাসে বহুবার অসুস্থ হতে পারেন। তবে কয়েকজনের মধ্যেনোরোভাইরাস প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। কিন্তু, সেই অনাক্রম্যতার সুরক্ষা কত দিন স্থায়ী হয়, তা এখনও জানা যাপরিষ্কার নয়।