গ্রিসে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, নারী ও শিশুর প্রাণহানি

Published : Sep 30, 2019, 12:22 PM IST

ইউরোপের দেশ গ্রিসের লেসবন দ্বীপের মোরিয়া শরর্ণাথী শিবিরে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে প্রাণ গেল  মহিলার।  স্থানীয়দের দাবি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একটি শিশুর।

PREV
17
গ্রিসে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, নারী ও শিশুর প্রাণহানি
প্রায় ১২ হাজার শরণার্থী ছিলেন মোরিয়া শরণার্থী শিবিরে। যদিও ক্যাম্পটিতে ধারণক্ষমতা ৩ হাজার।
27
ইউরোপিয় ইউনিয়ন - তুরস্ক চুক্তি অনুযায়ী গ্রিসে অবৈধভাবে প্রবেশ করা সিরিয় শরণার্থীদের ফেরত নেবে তুরস্ক , বিনিময়ে তুরস্কে বৈধভাবে আবেদন করা সিরিয় শরণার্থীদের ইউরোপে পুনর্বাসন দেওয়া হবে
37
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক নারীর। মৃত্যুর খবর পাওয়া গেছে এক শিশুরও।
47
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক নারীর। মৃত্যুর খবর পাওয়া গেছে এক শিশুরও।
57
আগুন লাগার পর বিক্ষুব্ধ শরণার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ সামলাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
67
সিরিয়া যুদ্ধের পর প্রায় ১০ লক্ষ শরণার্থী গ্রিসে পালিয়ে এসেছে। অতিরিক্ত শরণার্থীর কারণে গ্রিসের লেসবন শহর।
77
চুক্তির ফলে তুরস্কে দেখা দিয়েছে শরণার্থী স্রোত।
click me!

Recommended Stories