একটি রহস্য
শাহাব আল মুজাহিব ২০২০ সালে খোলাসানের প্রধান হন। জঙ্গি সংগঠনের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে। তবে একটি সূত্র বলছে, আবু মহাম্মদ খুরাসানি নামে এক ব্যক্তি তিনি দলের প্রধান। অনেকে আবার দাবি করে দুজনেই একই ব্যক্তি। একটা সময় রাষ্ট্র সংঘের গোয়েন্দা রিপোর্টেও বলা হয়েছিল সিরিয়ার বাসিন্দাকেই খোরাসানের প্রধান করা হবে।