আফগানিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় মহিলা পপ তারকা আরিয়ানা সঈদ। যুদ্ধবিধ্বস্ত দেশে ৩৬ বছরের জীবনে তিনি বহু ট্যাবু ভেঙেছেন। কাজেই, তালিবানদের অন্যতম নিশানা ছিলেন তিনি। তবে, তালিবানরা কাবুল শহর দখল করার পর, গত সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ, ১৯ অগাস্ট, তিনি দেশ ছেড়ে কাতারের দোহা হয়ে তুরস্কে পালিয়ে গিয়েছেন। সেই সময়ই তিনি বলেছিলেন, অবিশ্বাস এবং ধাক্কার জগত থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর, তিনি অনেক গল্প শেয়ার করবেন। মঙ্গলবার সংবাদ সংস্থা এআই-কে দেওয়া এক সাক্ষাতকারে এই আফগান মহিলা পপ তারকা আফগানিস্তানে তালিবানদের পুনরুত্থানের জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ি করলেন, সেইসঙ্গে আমেরিকা, আন্তর্জাতিক সম্প্রদায়, ভারত - মুখ খুললেন অনেক বিষয়ে -