পাকিস্তান, আমেরিকা, আন্তর্জাতিক মহল - সকলকে আক্রমণ করলেও একটি দেশকেই আরিয়ানা সইদ মন খুলে ধন্যবাদ জানিয়েছেন, সেই দেশ হল ভারত। তিনি বলেছেন, 'পুরো আফগানিস্তানের পক্ষ থেকে, আমি ভারতকে কৃতজ্ঞতা জানাতে চাই। কয়েক বছর ধরে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রতিবেশীদের মধ্যে একমাত্র ভাল বন্ধু হল ভারত'। ভারতকে তিনি আফগানদের 'সত্যিকারের বন্ধু'ও বলেছেন। উল্লেখ করেছেন আফগান শরণার্থীদের প্রতি ভারতের সহায়তা, দয়ালু মনোভাবের কথা। তিনি আরও জানিয়েছেন, জীবনে যতজন আফগানের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা একসময় ভারতে ছিল, তারা প্রত্যেকেই ভারতীয়দের দারুণ প্রশংসা করেছেন।