যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির অধ্যাপক জেন গ্রাভস এবং তার সহকর্মীরা এই নিয়েই এখন গবেষণা চালাচ্ছেন। নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকায় শুক্রের ফসফিন সম্পর্কে তারা একটি রিসার্চ প্রকাশ করেছেন। সেখানে গবেষকরা দেখানোর চেষ্টা করেছেন যে, এই গ্যাসটি হয়তো জীবন বা প্রাণ তৈরির একটি প্রাকৃতিক, অজৈব উৎস হতে পারে।