রাষ্ট্রসংঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনের সদস্য কে হবে, তার জন্য লড়াই চলছিল ভারত, আফগানিস্তান ও চিনের মধ্যে। লড়াইয়ে আফগানিস্তানকিছুক্ষণ টিকে থাকলেও ধারে কাছে ঘেঁষতে পারল না চিন। রাষ্ট্রসংঘের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিলের আওতায় থাকা 'ইউনাইটেড নেশনস কমিশন অন স্ট্যাটাস অফ ওম্যান' এ জায়গা করে নিল ভারত।