ছোট্ট রায়ানের কর্মকান্ডে বিশ্বজুড়ে হাসির রোল, দেখুন দুষ্টুমির একগুচ্ছ ছবি

ছোট্ট শিশু রায়ানের দুষ্টুমিতে এখন মজেছে বিশ্ব। আমেরিকার বাসিন্দা এই ছোট্ট শিশুটির বাবা ম্যাট ম্যাকমিলান বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এই সব ছবি ঘিরেই ছোট্ট রায়ান এখন শিরোনামে। এইসব ফটোতে শিশুটির যে সব কীর্তিকলাপ ধরা পড়েছে তা দেখলে যে কেউ হেসে কুটোপাটি হবেন। দাড়ি কাটা থেকে শুরু করে মাছ ধরা, ডাইনিং টেবিলে বসে তাস খেলা, বড় কুড়ুল দিয়ে কাঠ চেরাই,এমনকী  জিমে গিয়ে কসরত থেকে অফিস যাওয়া- এমনই সব ছবি নেটদুনিয়ায় মেলে ধরেছেন ম্যাট ম্যাকমিলান। এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন ছোট্ট রায়ান প্রি-ম্যাচিওর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল। ডেলিভারি ডেটের অন্তত ৯ সপ্তাহ আগে তাকে মায়ের পেট থেকে বের করা হয়। এরপর ৬ সপ্তাহ তাকে নিয়োনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছিল। এই ছবিগুলি ১৫ মিনিট ধরে শ্যুট করেন ম্যাট সঙ্গে কিছু ফটোশপ করে ছবির মাত্রাকে চড়িয়ে দেন। তার মধ্যে প্রি-ম্যাচিওর বেবি নিয়ে যে সমস্ত অভিভাবকেরা আতঙ্কে থাকেন তাদের কাছে এই ছবিগুলি মনের জোর বাড়াতে সাহায্য করবে।

Riya Das | Published : Jan 24, 2020 9:53 AM IST / Updated: Jan 29 2020, 12:15 PM IST
112
ছোট্ট রায়ানের কর্মকান্ডে বিশ্বজুড়ে হাসির রোল,  দেখুন দুষ্টুমির একগুচ্ছ ছবি
সকালবেলা ৫ টার সময় ঘুম থেকে উঠে দাড়ি কাটছে রায়ান।
212
ঘাস কাটার মেশিনের উপর চড়ে বসে আপন খেয়ালে ঘাস কাটছে ছোট্ট রায়ান।
312
মাথায় হেডফোন দিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পাতা পরিষ্কার করছে রায়ান।
412
এবার আর একা নন, পুতুলদের সঙ্গে নিয়ে খোশমেজাজে বসে তাস খেলছে রায়ান।
512
বড়দের মতো কুড়ুল নিয়ে কাঠ কাঠছে রায়ান।
612
লেকের ধারে বসে বড়শি হাতে নিয়ে খোশমেজাজে মাছ ধরছে রায়ান। এবং শুধু তাই নয় একটি বড় মাছও ধরেছে খুদে।
712
এ যেন বড় মেকানিক। গাড়ির যন্ত্রপাতি নিয়ে একদম বড়দের মতো গাড়ি সারাইতে ব্যস্ত খুদে।
812
খাবার দেখেই মুখে হাসি। একদম কাটা চামচ হাতে টার্কি কাটতে হাসি ফুটেছে খুদের মুখে।
912
কসরতে ব্যস্ত রায়ান। বেঞ্চপ্রেস মারতেই আপাতত অনুশীলনে ব্যস্ত রায়ান।
1012
হাতে ডাম্বেল নিয়ে কসরতে মজেছে রায়ান।
1112
সব কাজের পর একবারে অফিসে যাওয়ার জন্য তৈরি রায়ান। হাতে সুটকেস, পায়ে বুট জুতো, মাথায় টুপি আর ফর্মাল পোশাকে নিজেকে অফিসের জন্য তৈরি করেছে রায়ান।
1212
রায়ানের জন্মের ১ মাস এবং ছয় মাসের ছবিও শেয়ার করেছেন রায়ানের বাবা ম্যাট ম্যাকমিলান
Share this Photo Gallery
click me!

Latest Videos