তবে প্রতিরোধ বাহিনীর দাবি, তালিবানদের এই পদক্ষেপের কোন প্রভাব তাদের সামরিক প্রস্তুতির উপর পড়বে না। কারণ, তালিবানরা যে এরকমটা করতে পারে তা তারা আন্দাজ করেছিল। এর আগে সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট স্লোবোডান মিলোসেভিচ ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কসোভো এই ধরণের জঘন্য কতৌশল নিয়েছিলেন। এমনটা হতে পারে, ধরে নিয়েই সামরিক পরিকল্পনা করা হয়েছে।