মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন আগেই দাবি করেছিল চিনের গবেষণাগারে তৈরি হয়েছে করোনাভাইরাসের জীবাণু। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দাবিকে স্বীকৃতি দিয়েছিলেন চিনা ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। কিন্তু তার ৪৮ঘণ্টার মধ্যেই ট্যুইটারের কোপে পড়তে হল লি-কে। কারণ ইতিমধ্যেই ট্যুইটার তাঁর অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে দুই পক্ষই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। মাত্র তিন দিন আগেই ট্যুইটারের অ্যাকাউন্ট খুলেছিলেন লি। সেখানে মাত্র দুটি ট্যুইট করেছেন তিনি। তার মধ্যেই নতুন করে বিপত্তিতে পড়তে হল তাঁকে।