মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ, গিনেসবুকে নাম তুলে ভাইরাল আরব-কন্যা

বিশ্বভ্রমণ, কম বেশি সকলেরই স্বপ্ন থাকে, একদিন গোটা বিশ্ব ঘুরে দেখার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয় কত জনের! সারা জীবন লেগে যাবে এমন সুন্দর পৃথিবীকেে দেখতে, তবে না, সারা জীবন নয়, ইচ্ছে থাকলে মাত্র তিন দিনেই সম্ভব, এমনটাই এবার করে দেখালেন আরব কন্যা। 

Jayita Chandra | Published : Dec 8, 2020 1:24 PM IST
17
মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ, গিনেসবুকে নাম তুলে ভাইরাল আরব-কন্যা


বিশ্বভ্রমণের স্বপ্ন পূরণ মাত্র তিন দিনে, কখনও ভাবতে পারেন! না, বিষয়টা ঠিক ততটাও সহজ ছিল না বলেই বিশ্ব রেকর্ড। 

27

২০২০ সালে যেখানে গোটা দেশ ভ্রমণ থেকে বিমুখ, সেখানেই গোটা বিশ্ব ঘুরে ফেলল খাওলা এই রোমেইথি। সারা পৃথিবী ঘুরে ফেলল এই আরবের মেয়ে। 

37

সারা পৃথিবী ঘুরতে তাঁর সময় লেগেছে মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট। ২০৮টি দেশ ঘুরেছেন তিনি। আর তাতেই নাম উঠল গিনেস বুকে। 

47

ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল গিনেস বুকে নাম লেখানোর। তার জন্য নানা প্রয়াসও করেছিলেন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল ২০২০ সালে। 

57

তবে এই কাজ করতে তাঁর বেশ কষ্ট হয়েছিল বলেই জানিয়েছেন এই বিশ্ব রেকর্ড গড়ার পর। বারে বারে বিমান বদলানো। 

67

একটা সময়ের পর তাঁর মনে হয়েছিল সব ছেড়ে বেরিয়ে আসার কথা, কিন্তু তা সম্ভবপর হয়ে ওঠেনি। নিজের ইচ্ছে ও স্বপ্নের কাছে হার মেনে অবশেষে সকলের নজর কাড়ে এই আরব কন্যা। 

77


এর আগে এত কম সময়ের মধ্যে কেউ বিশ্ব ভ্রমণ করতে পারেনি। তাই গর্বের এই পোস্ট এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos